স্পোর্টস ডেস্ক। ইউরোপা লিগেও হোঁচট খেয়েছে বার্সেলোনা। নক আউট পর্বের প্রথম লেগে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ে দেড় যুগ পর বার্সেলোনার ভাগ্যে জুটেছে ইউরোপা লিগের শেষ ৩২। কিন্তু সেখানেও কোন সুসংবাদ নেই।
যদিও নু ক্যাম্পে শুরু থেকেই নাপোলির ওপর প্রভার বিস্তার করে খেলে ব্লুগানাররা। একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ জানুয়ারিতে ম্যানসিটি থেকে বার্সায় নাম লেখানো ফেরান তোরেস।
আলো আরও ছড়াতে পারেননি নতুন রিক্রুট গেবনেস ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াংও। উল্টো স্রোতের বিপরীতে পিওতর জিলিন্সির কল্যানে লিড নেয় নাপোলি।
বিরতি থেকে ফিরেও আক্রমনাত্মক ছিল বার্সা। অবশেষে ভাঙে ডেড লক। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে এবার ভুল করেননি তোরেন। বার্সা জার্সিতে দ্বিতীয় গোল স্প্যানিশ ফরোয়ার্ডের।
যোগ করা ছয় মিনিটেও দুবার ভীতি ছড়ায় বার্সেলোনা। কিন্তু ব্যর্থতার জাল ছিড়তে পারেননি তোরেস ও পেদ্রি। পুরো ম্যাচে দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২১টি শট নেয় দলটি, এর কেবল পাঁচটিই ছিল লক্ষ্যে। বিপরীতে নাপোলির চার শটের চারটিই লক্ষ্যে।
সময় জার্নাল/আরইউ