হিলি প্রতিনিধি। আগামী ২৬ তারিখ দেশের এক কোটি মানুষকে টিকা আওতায় আনার লক্ষে হিলিতে শুরু হয়েছে ভ্রাম্যমাণ টিকাদান কর্মসূচী।
রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হিলি’র ছাতনি গ্রামের জামতুলী গির্জায় আদিবাসি জনগোষ্টিদের টিকা প্রদানের মাধ্যমে ভ্রাম্যমান টিকা দান কর্মসূচীর শুরু করা হয়।
এসময় হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিমান পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস, স্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
ছাতনি গ্রামের আদিবাসী তিনশ জন আদিবাসিকে কেভিড ১৯ এর প্রথম ডোজ টিকা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিমান পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস জানান, হিলিতে ১২ বছরের শিশুদের বাদ দিয়ে মোট ৯০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। এলাকার সকল মানুষকে টিকার আওতায় আনতে ভ্রাম্যমান টিকা দান টিম গঠন করা হয়েছে।
একজন চিকিৎসকের নেতৃত্বে উপজেলার পত্যন্ত অঞ্চলের সাধারণ ও ছিন্নমূল মানুষদের টিকার আওতায় অনতে এই ভ্রাম্যমান টিকা দান টিম টিকা প্রদান করবে।
সময় জার্নাল/আরইউ