তিতুমীর কলেজ প্রতিনিধি: রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। মহান শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। ১৯৫২ সালের এই দিনে রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করা হয়। বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
সোমবার সকালে শহীদ বেদীতে তিতুমীর কলেজের সাংবাদিক সমিতির উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের উপস্থিতিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় তাদের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শামিম হোসেন শিশির।
বাজানো হয় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। সেখানে নিরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশির, অর্থ-সম্পাদক নাজমুল হুদা, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন নিশাদ, তুহিন ভূইয়া, রাব্বি হোসেন, সাহেদুজ্জামান সাকিব, কনক চন্দ্র বর্মন, বিনায়েক রহমান কৃতী, মামুনুর হৃদয়, মো. মাইদুল ইসলাম, মাহমুদা হক মনিরা, শান্ত, হাসান শিকদার প্রমুখ।
এমআই