মুহা: জিললুর রহমান: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন নদীতে অবৈধভাবে প্রবেশ করে নদীতে মাছ ধরার সময় চার জেলেকে আটক করে ৮০ হাজার টাকা
জরিমানা করা হয়েছে।
সুন্দরবনের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক এলাকা থেকে ওই মাছ শিকারীদের আটক করে।
আটক ৪ মাছ শিকারী হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের লুৎফর শেখের ছেলে রফিকুল শেখ, ৯নং সোরা গ্রামের আসাদুল গাজীর ছেলে মাসুদুর গাজী এবং একই এলাকার শহিদ গাজী ও সাইদুর রহমান।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের স্মার্ট পেট্টল টিমের দলপতি শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বনকর্মীরা রাতে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক এলাকা অভিযান চালিয়ে নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় চার জেলেকে আটক করে। পরে বনবিভাবে পক্ষ থেকে তাদেও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এমএ হাসান জেলেদেও আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে অবৈধভাবে মাছ
শিকারের সময় জেলেদের আটক করে ৮০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এমআই