স্পোর্টস ডেস্ক:
প্রথম ম্যাচে শুরুতে বিপর্যয়ে পড়েও এসেছে দারুণ জয়। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১টায়।
বাংলাদেশের জন্য সিরিজ জেতার লড়াই হলেও আফগানিস্তানের জন্য ম্যাচটা সিরিজে ফেরার। প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করেছিল তারা। করেছিল ২১৫ রান। পরে ৭ ওভার ৪ বলের মধ্যে ২৮ রানে বাংলাদেশের ৫ উইকেট তুলে নেওয়ার পরও জিততে পারেনি আফগানিস্তান। আফিফ হোসেন–মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ১৭৪ রানের জুটিতে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ।
সিরিজ জয়ের লক্ষ্যের ম্যাচে একটিও পরিবর্তন আনেনি বাংলাদেশ। অন্যদিকে আগের ম্যাচে হেরে যাওয়া আফগানরা এনেছে তিন পরিবর্তন।
এক নজরে দুই দলের একাদশ-
বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, রিয়াজ হাসান, ফরিদ আহমেদ মালিক ও আজমতউল্লাহ ওমরজাই।
এমআই