ক্রীড়া প্রতিবেদক:
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে গত বৃহস্পতিবারও প্রশ্ন ওঠে ওয়fনডেতে লিটন দাসের ব্যাটিং পজিশন নিয়ে। ৩ ম্যাচ আগে সেঞ্চুরির দেখা পেলেও এই ফরম্যাটে ব্যাট হাতে ধারাবাহিক নন তিনি। হেড কোচ রাসেল ডমিঙ্গো স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ওপেনিংয়েই খেলবেন লিটন। কোচের কাছ থেকে এমন সার্টিফিকেট পেয়ে খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার।
ইনিংসের ৪১তম ওভারে রাশিদ খানকে ডিপ এক্সটা কাভার দিয়ে চার মেরে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সপ্তম এবং ওয়ানডে ফরম্যাটে পঞ্চম শতকের স্বাদ পেয়েছেন লিটন। মাত্র ১০৭ বলে ১৪টি চারের সাহায্যে ৯৫ স্ট্রাইক রেটে এই মাইলফলক ছুঁয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
তবে সেঞ্চুরি করতে ভাগ্যের সহায়তাও পেয়েছেন লিটন। ইনিংসের ৩৮তম ওভারে ৮৭ রানে ব্যাট করার সময় মুজিব উর রহমানের বলে একবার জীবন পান তিনি। এক্সটা কাভার অঞ্চলে লিটনের সহজ ক্যাচ ছাড়েন আফগান দলপতি হাসমতউল্লাহ শহিদি।
আফগানিস্তানের বিপক্ষে এটি তার প্রথম সেঞ্চুরি। এই ফরম্যাটে আগের ৪টি সেঞ্চুরির ৩টি জিম্বাবুয়ের বিপক্ষে। একটি করেছেন ভারতের বিপক্ষে।
এমআই