শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

টাইগারদের সিরিজ জয়

শুক্রবার, ফেব্রুয়ারী ২৫, ২০২২
টাইগারদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক। ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ জিতল টাইগাররা। তাসকিনের বোলিং তোপে খেই হারিয়ে ফেলে রশিদ-নবীরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিলো বাংলাদেশ।

মিরাজ ফেরালেন নবীকে আফগানিস্তানের শেষ আশাটুকুও কি নিভে গেল? অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ফিরিয়েছেন মোহাম্মদ নবীকে। ৩৮ বলে ৩২ রান করে লং অফে আফিফ হোসেনকে ক্যাচ দিয়েছেন তিনি। আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৮৪।

সাকিবের ঘূর্ণিতে পরাস্ত গুরবাজ, ধুঁকছে আফগানরা সাকিবের করা ইনিংসের ৩২তম ওভারের তৃতীয় বল। কাট করতে চেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু ব্যাট ফাঁকি দিয়ে বল ভেঙে দেয় গুরবাজের উইকেট। ১৫ বলে ১ চারে ৭ রান করেন তিনি।

রহমতের পর তাসকিনের শিকার নজিবুল্লাহ, চাপে আফগানিস্তান আবারও ওভারের প্রথম বলেই তাসকিনের উইকেট। অর্ধশতক করা রহমতকে ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন। এবার নজিবুল্লাহকেও ফেরালেন তাসকিন। ৬১ বলে ৫৪ করা নজিবও মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েছেন।

চতুর্থ উইকেট হারিয়ে ফের চাপে আফগানিস্তান

মিরাজের বলে চার মেরে অর্ধ শতক পেয়েছেন আগের ওভারেই। পরের ওভারেই বিদায় নিলেন রহমত। তাসকিনের বল লাইনে পড়ে হালকা সিম মুভমেন্ট করেছে। যতটুকু দরকার, ঠিক ততটুকু। একটু কম হলে ব্যাটের স্পর্শ পেত, আর বেশি হলে স্টাম্পের বাইরে দিয়ে যেত। একদম শেষ মুহূর্তে বেল উড়িয়ে দিয়েছে তাসকিনের বল। ১২৪ রানে চতুর্থ উইকেট হারাল আফগানিস্তান। চাপ কাটিয়ে শাহ-জাদরানে আফগান প্রতিরোধ

৩৪ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছেন রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরান। চতুর্থ উইকেট জুটিতে ইতোমধ্যে তারা দুজন ৪৫ রান সংগ্রহ করেছেন। শাহ ৩৫ ও জাদরান ২৪ রানে ব্যাট করছেন। ২৫ ওভার শেষে আফগানিস্তান ৪ উইকেটে ১২৪। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপুটে বাংলাদেশ, আঘাত হানলেন সাকিব

নিজের দ্বিতীয় ওভারে এসেই প্রথম বলে উইকেট নিলেন সাকিব আল হাসান। আজমতউল্লাহ ওমরজাইকে (৯) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। ক্রিজ ছেড়ে বের হয়ে সাকিবকে মিডউইকেটে মারতে চেয়েছিলেন আজমত। ব্যাটে খেলতে পারেননি। মুশফিক উইকেট ভাঙতে দেরি করেননি।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপুটে বাংলাদেশ

ব্যাটিংয়ে বড় রান সংগ্রহের পর বোলিংয়েও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। শরীফুলের প্রথম বলেই মাত্র ৯ রানে প্রথম উইকেট হারাল আফগানিস্তান।
প্রথম বলে দ্রুত সিঙ্গেল নিতে চেয়েছিলেন রিয়াজ হাসান। কিন্তু আফিফ হোসেনের থ্রো তাঁকে নন-স্ট্রাইকিং প্রান্তে সময়মতো পৌছাতে দেয়নি। নন স্ট্রাইক প্রান্তে রিয়াজ পৌঁছার আগেই ভেঙে যায় উইকেট। ২ বলে ১ রান করে ফেরেন রিয়াজ।

আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শহীদিকে সাজঘরে পাঠিয়েছেন শরিফুল ইসলাম। ১ চারে ৩ বলে ৫ রান করেন তিনি। শরিফুলের শর্ট বলে কাট করতে চেয়েছিলেন পয়েন্টে, কিন্তু বল ব্যাটে লেগে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে।

আফগানিস্তানের স্কোর : ১২৪/৪ (২৫ ওভার)

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৩০৬ রানের বিশাল স্কোর গড়েছে বাংলাদেশ। এর আগে আফগানদের বিরুদ্ধে সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ২৭৯ রান।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দলীয় ৮৩ রানে তামিম-সাকিবকে হারালেও লিটন-মুশফিকের অনবদ্য ২০২ রানের জুটিতেই এমন বড় স্কোর গড়তে পারে টাইগাররা।

তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে দুই শতাধিক রানের জুটি গড়ার পাশাপাশি ব্যক্তিগত শতকও আদায় করে নেন লিটন দাস। ৪৯তম ম্যাচ খেলতে নামা লিটন পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক। নিজের ৪৯তম ম্যাচ খেলতে নেমে ১০৭টি বল মোকাবেলা করে ১৪টি চারের মারে পৌঁছে যান কাঙ্ক্ষিত শত রানের মাইলফলকে। তারপর আরও দুটি চার ও দুটি ছক্কার মারে ফরীদ আহমেদের বলে আউট হওয়ার আগে করেন ১৩৬ রান, ১২৬ বলে।

কম যাননি মুশফিকও। ৪১তম ফিফটি পূরণ করে মি. ডিপেন্ডেবলও ছুটছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের লক্ষ্যেই। তবে ৪৭তম ওভারেই লিটন আউট হয়ে ফেরার পরের বলেই ফরীদ আহমেদকে হাঁকাতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে ফজল হক ফারুকীর হাতে ধরা পড়ে ফেরেন মুশি। যাতে ১৪ রানের আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাঁকে।

পরে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আরও কোনও বিপদ হতে না দিয়ে শেষ ২১ বলে ২১ রান তুলে খেলা শেষ করেন আগের ম্যাচের নায়ক আফিফ হোসাইন। একটি চারের মারে অপরাজিত থাকেন ১২ বলে ১৩ রান করে। আর রিয়াদ অপরাজিত থাকেন ৯ বলে ৬ রান করে।

এদিন বোলিংয়ে ফরীদ আহমেদ ছাড়া আর কেউই তেমন ভালো করেনি আফগানদের। তার ওপর অতিরিক্ত খাতে দিয়েছে ৩৩টি রান। যা দলটিকে যে নিঃসন্দেহে ভোগাবে- তা বলার অপেক্ষা রাখে না।

এর আগে দলীয় ৩৮ রানে প্রথম উইকেট হারালেও লিটন-সাকিবের জুটিতে নির্ভার হয়ে বড় লক্ষ্যেই ছুটতে থাকে দল। তবে সাকিব রশিদ খানের শিকার হয়ে ফিরলে দলীয় ৮৩ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩৬ বলে দুটি চারের মারে ২০ রান করে সাজঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তামিম ফেরার পর দ্বিতীয় উইকেটে লিটনের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে বিদায় নেন সাকিব। রশিদ খানের লেগ স্পিনে পরাস্ত হয়ে শিকার হন লেগ বিফোরের। ফলে ৮৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এদিকে, প্রথম ম্যাচে পাওয়া অবিস্মরণীয় জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই তাই নিশ্চিত হবে স্বাগতিকদের সিরিজ জয়। সেইসঙ্গে ইংল্যান্ডকে টপকে উঠে বসবে আইসিসি সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে।

সেক্ষেত্রে আরও একটি কীর্তি গড়বে বাংলাদেশ। প্রথমবারের মত টাইগাররা প্রথম দল হিসেবে স্পর্শ করবে ১০০ পয়েন্ট। বর্তমানে ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তামিম ইকবালের দল।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, ফরিদ আহমেদ মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল