মো. ওমর ফারুক অনিক। মালদ্বীপ থেকে: মালদ্বীপে বাংলাদেশী প্রবাসীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে। বুধবার দিবাগত রাত ১০টায় প্রবাসী বাংলাদেশী কোম্পানি ফর প্রাইভেট লিঃ এর ডিরেক্টর মোহাম্মদ হাদিউল ইসলাম এবং ঢাকা ট্রেডার্স এর ডিরেক্টর বাবুল হোসেনের উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়।
মোহাম্মদ ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় ঢাকা ট্রেডার্স এর ডিরেক্টর মোহাম্মদ বাবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ (ভারপ্রাপ্ত)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের তৃতীয় সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, প্রবাসী শিক্ষক মীর সাইফুল ইসলাম, মালদ্বীপ ন্যাশনাল ব্যাংক এর ডিরেক্টর মোহাম্মদ হান্নান খান কবির, এনবিএল মানিট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডে এর সিইও মোহাম্মদ মাসুদুর রহমান, আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ দুলাল মাদবর সহ প্রবাসী ব্যবসায়িক জহিরুল ইসলাম, আলিম দুরানী, সবুর তালুকদার, মাজিবুর রহমান,আনোয়ার হোসেন রাজু, সাইফুল ইসলাম, মনির হোসেন, রনি নন্দি, সেলিম ফরায়েজি, বিল্লাল, আলি, মোহাম্মদ কদ্দুস, আল আমিন, মালদীপস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশীরা।
রাষ্ট্রদূত মোহাম্মদ সোহেল পারভেজ মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও তাৎপর্য্যের ওপর বক্তব্য দেন। তিনি ভাষা শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি আরও বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে একটি মর্যাদাশীল দেশ হিসাবে বাংলাদেশকে গড়ার কাজে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে আত্মনিয়োগ করতে হবে।
সময় জার্নাল/আরইউ