সময় জার্নাল প্রতিবেদক :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘কোভিড নিয়ন্ত্রণে আমরা সফলতা অর্জন করেছি। একই সঙ্গে টিকাদান কর্মসূচিতেও সফলতা দেখিয়েছি। টিকাদান কর্মসূচি বাস্তবায়নের দিক থেকে বিশ্বের মধ্যে এখন বাংলাদেশের অবস্থান দশম। আগামী মাসের মধ্যেই আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাব। এতে করে বাংলাদেশ বিশ্বের চোখে ঝুঁকিমুক্ত দেশ হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক গতি আরও ঊর্ধ্বমুখী হবে।’
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জাহিদ মালিক বলেন, করোনা প্রতিরোধে দেশে টিকার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের কার্যক্রমও বজায় থাকবে।
করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে ১ম ডোজের আওতায় আনতে শনিবার দেশব্যাপী শুরু হয়েছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’| এই কার্যক্রমের আওতায় টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা করা যায়। একইসঙ্গে ব্যাপক আগ্রহে বিভিন্ন শ্রেণি-পেশা এবং বয়সের মানুষ করোনার টিকা গ্রহণ করছেন।
সময় জার্নাল/ইএইচ