সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক :
রুশ হামলার ফলে ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে একটি জাহাজসহ ২৯ জন বাংলাদেশি নাবিক আটকা পড়েছেন। নাবিকদের নিয়ে আটকা পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়েবসাইট অনুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি থেকে জাহাজটি ইউক্রেনে অবস্থান করছে।
রোববার দুপুরে এক ফোনালাপে জাহাজে থাকা বাংলাদেশি নাবিক ওমর ফারুক তুহিন ইউএনবিকে বলেন, ‘রুশ আক্রমণের আগে জাহাজটি ওই বন্দরে পৌঁছায়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর অলভিয়া বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তারা এখন আতঙ্কের মধ্যে জাহাজে অবস্থান করছেন।’
এদিকে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন থেকে ৪০০ বাংলাদেশি পোল্যান্ডে গিয়েছেন। এ ছাড়া অস্ট্রিয়ায় ১৫ জন এবং রোমানিয়ায় তিন জন বাংলাদেশি যাওয়ার কথাও জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইউএনবিকে বলেন, ‘আমরা প্রায় ৭০০ বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করছি।’
কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায় বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার কাজে সহায়তার জন্য সরকারের প্রচেষ্টা চলছে।
ওয়ারশের বাংলাদেশ দূতাবাসের একটি দল পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে কাজ করছে। তারা পোল্যান্ডে প্রবেশে ইচ্ছুক এমন বাংলাদেশি নাগরিকদের সহায়তা করছেন। দেশ দুটির মধ্যে ৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল