স্পোর্টস ডেস্ক: ইউক্রেনে রুশ হামলার রেশ ধরে মস্কোর বিপক্ষে অবস্থান নিয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। বাদ নেই ফুটবল জগতও। দুইদিন আগেই রাশিয়া থেকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু সরিয়ে নিয়েছে উয়েফা। এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও সেই পথে অগ্রসর হলো।
আগামী ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে রাশিয়া-পোল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পোল্যান্ড জানিয়ে দিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে কোনো ম্যাচ খেলবে না। এবার ফিফা বলছে, ‘রাশিয়া’ নাম নিয়ে কোনো দেশ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে পারবে না। তবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে খেলা যাবে।
পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন বন্ধ থাকবে। বিদেশের মাটিতে নিষিদ্ধ থাকবে রাশিয়ার জাতীয় পতাকা ও জাতীয় সংগীত।
ফিফা আরও জানিয়েছে, ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়ার’ হোম ম্যাচগুলো রাশিয়ায় অনুষ্ঠিত হবে না। নিরপেক্ষ ভেন্যুতে হবে। মাঠে কোনো রুশ সমর্থক থাকতে পারবে না।
এমআই