আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাজ্য-কানাডা ৩৬টি দেশের এয়ারলাইন্সের জন্য নিজেদের আকাশপথ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোমবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইইউ'র আকাশসীমায় 'রাশিয়ার মালিকানাধীন, রুশ নিবন্ধিত বা রুশ নিয়ন্ত্রিত উড়োজাহাজ' নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিপরীতে রাশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে।
নিষিদ্ধের তালিকায় রয়েছে :
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যাঙ্গুইলা, বেলজিয়াম, বুলগেরিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, হাঙ্গেরি, জিব্রাল্টার, গ্রীস, ডেনমার্ক (গ্রিনল্যান্ড, ফ্যারো দ্বীপপুঞ্জ এবং ভূখণ্ড সহ সমুদ্র), জার্সি, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, সাইপ্রাস, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং এস্তোনিয়া।
যুক্তরাজ্যও এরোফ্লোট ফ্লাইটগুলো ব্রিটেনে অবতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে, রাশিয়াও ব্রিটিশ বিমান সংস্থাগুলোর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।
সময় জার্নাল/ইএইচ