মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ থেকে অসুস্থ অবস্থায় বিলুপ্ত প্রায় উদ্ধারকৃত দুইটি ঈগল পাখি অবমুক্ত করেছে নোয়াখালী বন বিভাগ।
গতকাল সোমবার বিকালে উপকূলীয় বন বিভাগ ও নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে তাদের অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিঞা। এ সময় বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারী বেগমগঞ্জ ও ২৮ ফেব্রুয়ারী সকালে সেনবাগ থেকে বেগমগঞ্জ ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামছুদ্দিন জনগনের সহযোগিতায় আহত অবস্থায় ঈগল পাখি দুুটি উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করেন। এরপর সেখানে পরিচর্যা ও খাদ্য সরবরাহের পর সুস্থ হলে তাদের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় চত্বরের সামনে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
এ সময় বিভাগীয় বন কর্মকর্তা জানান, সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আমরা এখন যে কোন বিলুপ্ত প্রায় প্রাণী জীবিত উদ্ধার করতে পারছি। আগে এগুলোকে অনেকে মেরে ফেলতো।
এমআই