স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ (শুক্রবার)| উদ্বোধনী ম্যাচে মাউন্ট মঙ্গানুয়েই ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড| আগামীকাল (শনিবার) ভোরে নিজেদের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ| ডানেডিনে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা| প্রোটিয়াদের বিপক্ষে এর আগে ১৭ বার মুখোমুখি দেখায় বাংলাদেশের ঝুলিতে জয় মাত্র দুটি|
ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম পা রাখছেন টাইগ্রেসরা| করোনার কারণে জিম্বাবুয়ে অনুষ্ঠিত বাছাইপর্ব বাতিল হওয়ায় র্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পায় বাংলাদেশ| দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্ত্ততিটা ভালো হয়নি নিগারদের| প্রথম প্রস্ত্ততি ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে ১০৯ রানের বড় ব্যবধানে| তবে শেষ প্রস্ত্ততি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেন টাইগ্রেসরা| কিন্তু হেরে যায় ডিএল মেথডে ৭ রানে|
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো
৫ মার্চ, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন), ভোর ৪টা
৭ মার্চ, বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন), ভোর ৪টা
১৪ মার্চ, বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন), ভোর ৪টা
১৮ মার্চ, বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ (মাউন্ট মঙ্গানুই), ভোর ৪টা
২২ মার্চ, বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন), সকাল ৭টা
২৫ মার্চ, বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ওয়েলিংটন), ভোর ৪টা
২৭ মার্চ, বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন), ভোর ৪টা
এমআই