স্পোর্টস ডেস্ক:
প্রথম টি-টোয়েন্টিতে জেতার পর এবার সিরিজের শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় তিনটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলি রাব্বি।
তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন চোটের কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে না পারা মুশফিকুর রহিম। এটি তার ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি।
দুই দলের একাদশ :
বাংলাদেশ : মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ ও দারউইশ রাসুলি।
এমআই