আন্তর্জাতিক ডেস্ক :
ন্যাটো আর রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ বেধে যাক- এমনটা কোনভাবেই চায় না যুক্তরাজ্য। বিবিসিকে একথা বলেছেন যুক্তরাজ্যের চীফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাডকিন। তিনি বলেন, ইউক্রেন, ইউরোপ এবং সারা বিশ্বের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে যুক্তরাজ্য মনে করে যেন, কোনোভাবেই ইউক্রেনের যুদ্ধ আর না বাড়ে।
টনি রাডকিন বলেন, 'আমরা কোনোভাবেই চাই না ন্যাটো আর রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ বেধে যাক।' তবে ইউক্রেনের মানুষ খুবই বিপর্যয়কর অবস্থায় আছে বলে তিনি স্বীকার করেছেন।
ইউক্রেনের আকাশসীমায় 'নো-ফ্লাই জোন' ঘোষণা করতে রাজি না হওয়ায় ন্যাটোর ওপর ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। সেটি করা হলে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো।
স্যার রাডকিন বলেছেন, ইউক্রেনে হামলা রাশিয়ার জন্যও ভালো হয়নি। তিনি বিশ্বাস করেন, যুক্তরাজ্য এর জবাবে সঠিক পদক্ষেপ নিয়েছে।
সময় জার্নাল/ইএইচ