সময় জার্নাল প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প, অগ্নিনির্বাপক ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন সম্মানিত সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস এর ঢাকা বিভাগের প্রধান জনাব দিনমনি শর্মা।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, যেকোনো দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিদ্র রজনী কাটান। দুর্যোগের সর্বশেষ অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখেন। যে দেশের প্রধানমন্ত্রী জেগে থাকেন সেই দেশ পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে।
মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য ২ হাজার ২ শত ৭৩ কোটি অনুমোদন দিয়েছেন। দেশে আজ ৪২ লাখ ভলান্টিয়ার কাজ করছেন। এটা যেকোনো দেশের জন্য একটি বিরাট পাওয়া। তিনি তাঁর বক্তব্যে ফায়ার সার্ভিস কর্মীদের মহান হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হলো মাটি ও মানুষের সরকার। প্রধানমন্ত্রীর গরিব মানুষের প্রতি দরদ বিশ্বে বিরল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গরিব রোগীদের চিকিৎসার জন্য যে অনুদান দিয়েছেন বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৪৫ কোটিতে উন্নীত হয়েছে। প্রত্যেক দরিদ্র রোগীদের ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
দুর্ঘটনা ও দুর্যোগে ভীত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য আরো বলেন, এ ধরণের মহড়া ও সচেতনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস অধিদপ্তর যে কাজ করছে অবশ্যই তা প্রশংসনীয়।
এমআই