স্পোর্টস ডেস্ক : লুক্সেমবার্গের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় জয় পেল ফের্নান্দো সান্তোসের দল।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে অনুষ্ঠিত খেলায় গেরসন রদ্রিগেস স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর সমতা টানেন দিয়োগো জোতা। পরে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও পালিনিয়া।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। অন্য ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো সার্বিয়া সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।
দুই ম্যাচে লুক্সেমবার্গের ৩ পয়েন্ট। সমান ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও আজারবাইজান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
সময় জার্নাল/আরইউ