সময় জার্নাল প্রতিবেদক : জীবনানন্দ দাশের জীবন ও কর্মের সন্ধানে বহুবছর ছুঁটেছেন গবেষক আমীন আল রশিদ। দীর্ঘদিনের গবেষণা কর্ম ‘জীবনানন্দের মানচিত্র’ গ্রন্থটি ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্য প্রকাশনীর ৬ নম্বর প্যাভিলিয়ানে, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট গেট সংলগ্ন। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশন। নান্দনিক প্রচ্ছদ করেছেন তাপস কর্মকার। গ্রন্থটিতে লেখক জীবনানন্দ দাশের জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভাবে অনুসন্ধানী ও বিশ্লেষণ এবং গঠনমূলক আলোচনার প্রবন্ধ উপস্থাপন করেছেন। গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৫৮০ টাকা। মেলায় ২৫% কমিশনে পাওয়া যাচ্ছে।
সময় জার্নাল/ইম