সময় জার্নাল প্রতিবেদক :
ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার 'বাংলার সমৃদ্ধি' জাহাজের ২৮ নাবিক আজ রোমানিয়া থেকে দেশে ফিরবেন।
বুধবার দুপুরে রোমানিয়া থেকে তার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ২৮ নাবিক। মঙ্গলবার বাংলাদেশ সময় ১টা ৪৫ মিনিটে রোমানিয়া থেকে তারা দেশের উদ্দেশ্য রওনা দেন। রাতে ফোনে এসব তথ্য জানান রোমানিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।
ইউক্রেনের বন্দরে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজটি রকেট হামলার শিকার হওয়ার পর ২৮ নাবিককে ইউক্রেন থেকে সরিয়ে নেয়া হয়। গেল শনিবার ইউক্রেন থেকে সড়কপথে মলদোভা হয়ে তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্ট পৌঁছান। পরে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের সেখানে একটি হোটেলে রাখা হয়।
গেল ২২ ফেব্রুয়ারি বাংলার সমৃদ্ধি পণ্যবাহী জাহাজটি ইউক্রেনে পৌঁছালে যুদ্ধে আটকা পড়ে। পণ্য নেয়ার পরিকল্পনা বাতিল করে চ্যানেল ক্লিয়ার হওয়ার অপেক্ষায় ছিল জাহাজটি। এর মধ্যেই ২রা মার্চ জাহাজে রকেট হামলায় হাদিসুর রহমান নামের এক নাবিক নিহত হন। পরে জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলে ২৮ জন নাবিককে সরিয়ে নিতে কাজ করা হয়।
সময় জার্নাল/ইএইচ