স্পোর্টস ডেস্ক :
প্রথম লেগে ৫ গোল দিয়ে কাজ সেরে রাখা ম্যানচেস্টার সিটি আজ আর কোন গোলই করে নি। তাতে অবশ্য ভাবনায় পড়তে হয় নি মোটেই। নিজেদের মাঠ ইত্তিহাদে স্পোর্টিং লিসবনের সঙ্গে গোলশূন্য ড্র করেও কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে ইত্তিহাদে কোন গোলই হয় নি। গোলশূন্য ড্র স্বত্বেও ৫-০ এগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পেপ গার্দিওয়ালার দল। প্রথম লেগের আক্রমণাত্মক ফুটবলের পর আজ যেন গাছাড়া ফুটবল খেললো ম্যানসিটি।
অবশ্য বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিলো সিটি। তবে প্রথমার্ধের খেলায় বলার মত সুযোগ তৈরিই করতে পারেনি দলটি। গোল লক্ষ্য করে চারটি শট নিলেও মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে পারে জেসুস-ফোডেনরা। গোলে প্রথম শট নিতে ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। বক্সের বাহির থেকে নেওয়া ফিল ফোডেনের শট সহজে ঠেকান স্পোর্টিং গোলরক্ষক অ্যান্তেনিও।
৩৮ মিনিটে আবার সুযোগ পায় সিটি। ফোডেনের থ্রু বল ধরে ওয়ান টু ওয়ানে রহিম স্টার্লিংয়ের চিপ শট ঠেকিয়ে দেন স্পোর্টিং গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেয়েছিলো সিটিজেনরা। রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। তবে ভিএআর চেক করে রেফারি অফসাইড রুলে গোলটি বাতিল করেন।
৭৪ মিনিটে ব্যতিক্রমী একটা কাজ করেন গার্দিওলা। দলের নম্বর ওয়ান গোলরক্ষক এদারসনকে তুলে মাঠে নামান দলের তৃতীয় গোলরক্ষক ৩৬ বছর বয়সী স্কট কারসনকে। আস্থার দারুণ প্রতিদান দিয়ে কয়েকটি চমৎকার সেভ করেন এই গোলরক্ষক। ম্যাচের ৯০ মিনিটেও আর কোন গোল না হলে খেলার শেষবাজি বাজান রেফারি।
দিনের অপর খেলায় করিম বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।