আন্তর্জাতিক ডেস্ক :
চলমান রুশ আগ্রাসনের মুখে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল। মারিউপোলের রাস্তা থেকেই উদ্ধার করা হয়েছে ১ হাজার ২০৭টি মরদেহ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন শহরটির ডেপুটি মেয়র সেরজি অরলভ।
অরলভ জানান, ‘শহরে ঠিক কতজন প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত তার সঠিক সংখ্যাটি জানি না। ১ হাজার ২০৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে সর্বেশেষ।’
তিনি আরও জানান, ‘নিহতদের সকলকে শনাক্ত করাও সম্ভব হয়নি। এমনকি শহরের বাইরে সমাহিত কররা স্থানে নেওয়াও সম্ভব হয়নি মৃতদেহগুলোকে। শহরের ভেতরি একটি গণকবর খুঁড়ে ৪৭ জনকে দাফন করা হয়েছে সেখানে।’
মারিউপোল শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৯ দিন ধরে বেসামরিক নাগরিকদের ওপরও হামলা চালাতে শুরু করেছে রুশ বাহিনী। এ অবস্থায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছানোর পাশাপাশি শহরের ৫ লাখ বাসিন্দা বিদ্যুৎ, পানি ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে গত বুধবার (৯ মার্চ) সকালে শহরের একটি শিশু হাসপাতালেও বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওই হামলায় নিহত হয়েছে অন্তত ১৭ জন।
সময় জার্নাল/ইএইচ