আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া যুদ্ধের জেরে এখন পর্যন্ত ইউক্রেনের ২৫ লাখের বেশি মানুষ নিজেদের ঘরছাড়া হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার এক টুইটবার্তায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এই পরিসংখ্যান তুলে ধরেন।
নিজের ওই টুইটে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ‘দুঃখজনকভাবে ইউক্রেনের শরণার্থী সংখ্যা আজ প্রায় ২৫ লাখে এসে পৌঁছেছে।’
তিনি আরও জানান, ‘আমদের ধারণা অনুযায়ী, ইউক্রেনের অভ্যন্তরে প্রায় ২০ লাখ মানুষ আশ্রয়হীন হয়েছে। যুদ্ধের কারণে কয়েক লাখের উপর মানুষ নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।’
ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রায় ১৫ লাখের উপর ইউক্রেনের শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।
এদিকে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১ লাখ ১০ হাজার ইউক্রেনীয় শরণার্থী তাদের দেশে অবস্থান করছে।