আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়াকে ব্যাপক নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করলে চীনকে তার পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা ও গার্ডিয়ানের।
রোববার (১৩ মার্চ) সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, বেইজিং মস্কোকে অর্থনৈতিক ও অন্যান্য সাহায্য করছে কিনা সেটি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেটি হলে চীনকে পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। আমরা বেইজিংয়ের সাথে সরাসরি ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। বিশ্বের কোনো দেশকে রাশিয়ার ওপর দেয়া নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করতে দেব না আমরা।
এদিকে আগামী সোমবার ইতালির রোমে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির সাথে দেখা করবেন জ্যাক সুলিভান। যোগাযোগের উন্মুক্ত চ্যানেল বজায় রাখার জন্য বিশ্বের শীর্ষ বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের বৈঠক হবে।
যদিও একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তার বরাতে গার্ডিয়ান বলছে, ইয়াংয়ের সাথে সুলিভানের বৈঠকের সময় ইউক্রেনের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে।
সময় জার্নাল/ইএইচ