মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ধর্ষক স্বপনের ফাসির দাবি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় পূর্ব শাহজাতপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার সামনে এসে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শহর যুবলীগের যুগ্ন সম্পাদক নাজমুল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন আশা মনির পিতা আবু সাইদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন , মহিলা কাউন্সিলর আঞ্জুমনোয়ারা প্রমুখ।
বক্তারা বলেন, এখন পর্যন্ত কেনো তাকে ফাসি দেয়া হলো না। তাকে যারা সাহায্য করেছে তারা কেন এখনো বাইরে ঘুরাঘুরি করতাছে। ঘধর্ষক স্বপনের দ্রুত ফাসির রায় কার্যকর করা হোক।সেই ঘটনার সাথে আরো যারা জড়িত আছে বা সহযোগীতা করেছে তাদেরকেও অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণের সাথে জড়িত ছিলো তাদেরকে আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা আমরণ অনশন চালিয়ে যাবো।
মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ গ্রামের হাজারো মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ হতে উপজেলা নিবার্হী অফিসারকে (ইউএনও) স্মারকলিপি প্রদান করা হয়।
এমআই