সময় জার্নাল ডেস্ক :
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ)‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২’ উদযাপন করছে পাবনা জেলা পুলিশ ।
কর্মসূচির শুরুতে সকাল ৯।০০ ঘটিকায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এরপর পাবনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শন করেন।
এ সময় মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ রোকনুজ্জমান সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) , জনাব আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, জনাব আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ পাবনা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পাবনা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, পাবনা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ