স্পোর্টস ডেস্ক:
কান্নাচোখে বিদায় বলেছিলেন বার্সেলোনাকে। লিওনেল মেসি এরপর যোগ দিয়েছেন পিএসজিতে। কিন্তু পরের ঘরে যতই অর্থ-বিত্ত থাকুক, সুখটা তো নেই। তাই মেসির এক রকম নিজের ঘর বার্সেলোনায় ফেরার গুঞ্জন প্রায়ই ডালপালা মেলে। এবার তাতে সায় দিলেন খোদ দলটির কোচ জাভি হার্নান্দেজও।
পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে রিয়ালের বিপক্ষে হেরে। এরপর ঘরের মাঠে বোর্দোর সঙ্গে ম্যাচে মেসির উদ্দেশ্যে ভেসে আসে দুয়ো। যেটা কষ্ট দিয়েছে মেসির ভক্তদের মনে, দ্রুতই তিনি পিএসজি ছাড়বেন এমন চাওয়া তাদের। রোববার রাতের এল ক্লাসিকোর আগে মেসিকে নিয়ে জানতে চাওয়া হয়েছিল জাভির কাছে।
সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেছেন, ‘মেসি ইতিহাসের সেরা আর বার্সেলোনার দরজা তার জন্য সবসময় খোলা। যতদিন আমি বার্সাতে আছি, ব্যাপারটা এমন যে চাইলে সে প্রতিদিনই আসতে পারে এখানে। আমার মনে হয় তাকে একটা ট্রিবিউট দেওয়ার দায় আছে আমাদের।’
‘তার পিএসজির সঙ্গে একটা চুক্তি আছে আর আমরা এর চেয়ে বেশি বলতে পারি না। তবে ব্যাপারটা এমন চাইলে সে প্রতিদিনই অনুশীলন দেখতে আসতে পারে আর কোচের সঙ্গে কথা বলতে পারে। মেসি আমাদের যা কিছু দিয়েছে সেটা অমূল্য।’
চলতি মৌসুমের শুরুতেও ধুঁকছিল বার্সেলোনা। জাভি দায়িত্ব নিয়েই যেন জাদুর কাঠির মতো বদলে দিয়েছেন দলকে। ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার তিনে আছে তারা। তবে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখছেন তিনি।
জাভি বলেছেন, ‘যেকো একটা দলকে যদি ফেভারিট বলতে হয়, সেটা রিয়াল মাদ্রিদ। তারা শীর্ষে আছে এবং তাদের দুর্দান্ত সময় কাটছে। তবে আমরাও দারুণ সময় কাটাচ্ছি। ইতিহাস পরিবর্তন করার দারুণ সুযোগ এটি এবং একটি জয় ব্যাপকভাবে সাহায্য করবে, যার জন্য আমরা কাজ করছি। আমাদের সাহসী হতে হবে, আমাদের যে কৌশল সেটা প্রয়োগের চেষ্টা করতে হবে এবং শান্ত থাকতে হবে।’
এমআই