বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, নিখোঁজদের সন্ধান চলছে

রোববার, মার্চ ২০, ২০২২
শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, নিখোঁজদের সন্ধান চলছে

সময় জার্নাল ডেস্ক :

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ঞ্চ এম এল আফসারউদ্দিনকে মধ্যনদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে লঞ্চটিকে টেনে পশ্চিম তীরে নিয়ে যায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এ সময় লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি।

এর আগে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় মাওয়া ঘাট থেকে ছেড়ে রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ ছাড়া সারা রাত ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিদল ও কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে।

রোববার দুপুরে এম এল আফসারউদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে কয়লারঘাট এলাকায় কার্গো জাহাজ এম ভি রূপসী-৯ ছোট লঞ্চটিকে ধাক্কা দেয়।

এ সময় অনেক যাত্রী সাঁতরে প্রাণে বেঁচে গেলেও বেশ কিছু সংখ্যক যাত্রীর সলিল সমাধি ঘটে। এ পর্যন্ত দুই শিশুসহ ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধারকাজ চলছে।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল