সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক :
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে৬১ লাখ ৪ হাজার ৪২০ জনের।
এ ছাড়া নতুন করে আরও ১০ লাখ ৩২ হাজার ৮২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯১০ জন।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ১৬৯ জন এবং মারা গেছেন ৩২৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৪০৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৭০৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ২২২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৩৯ জন এবং মারা গেছেন ১০৯ জন। ব্রাজিলে মারা গেছেন ১০২ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৩৬৪ জন। ভারতে মারা গেছেন ৫৮ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ২৭১ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ৮০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ১১৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন ১৫৪ জন।
এছাড়া ফ্রান্সে ১৫২ জন, জাপানে ৭৪ জন, ফিলিপাইনে ১৩ জন, হংকংয়ে ২২৩ জন, আর্জেন্টিনায় ১০৫ জন, ইরানে ৫২ জন, মালয়েশিয়ায় ৬৩ জন, চিলিতে ৯৮ জন, মেক্সিকোতে ২০ জন এবং থাইল্যান্ডে ৮৮ জন মারা গেছেন।
আগেরে দিন সোমবার (২১ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৯০২ জনের মৃত্যু এবং ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জন আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
সময় জার্নাল/ইএইচ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল