আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য ন্যাটো সামরিক জোট প্রস্তুত বলে জানিয়েছেন জোটের মহাসচিব জোটের মহাসচিব ইয়েন স্টলটেনবার্গ। সে লক্ষ্যে
পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক জোটের দেশগুলোর নিরাপত্তা বাড়াতে আরও ৪০ হাজার সৈন্য মোতায়েন করার কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেনে রাশিয়ার হামলার এক মাস পূর্তিতে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইউক্রেনের প্রতিবেশী দেশ বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং স্লোভাকিয়ায় ন্যাটো সেনা বহর মোতায়েন করা হবে।
দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য ন্যাটো প্রস্তুত জানিয়ে জোটের মহাসচিব বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউরোপে নিরাপত্তার মানচিত্র আমূল বদলে গেছে।
প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে ন্যাটো সহায়তা দেবে বলেও জানান তিনি।
রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক-জীবাণু ও পারমানবিক হামলা প্রসঙ্গে স্টলটেনবার্গ বলেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার লড়াইয়ের প্রকৃতি পুরোপুরি বদলে দেবে। রাশিয়া সেটা করলে তা আন্তর্জাতিক আইনের চরম ব্যত্যয় হবে। তার পরিণতি হবে সুদূরপ্রসারী ও ব্যাপক।
তিনি বলেন, মস্কো এখন যেভাবে ইউক্রেন এবং তার মিত্র দেশগুলোর রাসায়নিক অস্ত্র প্রয়োগের প্রস্তুতি নেওয়ার জন্য অভিযুক্ত করছে তা উদ্বেগজনক। এই অভিযোগ তুলে রাশিয়া আসলে তেমন অস্ত্র প্রয়োগের জন্য যুক্তি তৈরি করছে।
এছাড়া রাশিয়াকে আর্থিক বা সামরিক সহযোগিতা না দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো।
সূত্র : বিবিসি বাংলা
সময় জার্নাল/ইএইচ