চলমান সংকট সমাধানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েকবার রুশ প্রেসিডেন্টের সাথে মুখোমুখি কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন।
রোববারও কজন রুশ সাংবাদিকের সাথে এক সাক্ষাৎকার জেলেনস্কি বলেন, একটি 'নিরপেক্ষ এবং নির্জোট' দেশ হিসাবে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে তিনি রাজী। তবে একইসাথে তিনি বলেন, যে কোনো বিষয়ে মীমাংসা করতে প্রেসিডেন্ট পুতিনের সাথে মুখোমুখি কথা বলে হতে হবে।
কিন্তু তেমন বৈঠক হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
সোমবার সার্বিয়ার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, উপযুক্ত প্রস্তুতির আগে দুই নেতার মধ্যে বৈঠক হলে তা হিতে বিপরীত হতে পারে।
তিনি বলেন, "প্রেসিডেন্ট পুতিন তার ইউক্রেনীয় প্রতিপক্ষের সাথে দেখা করতে অস্বীকার করেননি, তবে এরকম কোন বৈঠক হতে গেলে তার জন্য ভালোভাবে প্রস্তুত হতে হবে।"
রোববার ভিডিও কলের মাধ্যমে এক দল রুশ সাংবাদিকের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার ফলে ইউক্রেনের রুশ-ভাষী শহরগুলো ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতি চেচনিয়ায় রাশিয়ার যুদ্ধের চেয়েও বেশি।
তিনি বলেন, নিরাপত্তার নিশ্চয়তা এবং নিরপেক্ষতা, আমাদের রাষ্ট্রের অ-পরমাণু অবস্থা। আমরা এটার জন্য আলোচনায় যেতে প্রস্তুত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
জেলেনস্কি বলেন, ইউক্রেনে রাশিয়ান ভাষার ব্যবহার নিয়ে দুই দেশের মধ্যে বৈঠকের সময় আলোচনা করা হয়েছে। তবে ইউক্রেনের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছে রাশিয়া।
সূত্র বিবিসি