এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এ তিন রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, তিনটি বাল্টিক দেশ থেকে ১০ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তাদের মধ্যে ছয়জন এস্তোনিয়া ও লাটভিয়ার এবং চারজন লিথুয়ানিয়ার। খবর আলজাজিরার।
এর আগে এ মাসের শুরুতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরবর্তী এ তিন রাষ্ট্র মিলে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল।
এবার তারই পাল্টা আঘাত দিল পুতিন প্রশাসন।
লাটভিয়ার প্রজাতন্ত্রের জন্য ক্ষতিকর মন্তব্য করে রুশ কূটনীতিকদের বহিষ্কার করে লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৩ মার্চের মধ্যে লাটভিয়া ত্যাগ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয় থেকে।
একইভাবে ৫ দিনের বহিষ্কৃত ৪ রুশ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল লিথুয়ানিয়ার মন্ত্রণালয়। এক বিবৃতিতে এসব কূটনীতিকরা ইউক্রেনের সামরিক আগ্রাসনের পরিকল্পনা এবং বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত বলে দাবি করা হয়। বিষয়টি লিথুয়ানিয়ার নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে মন্তব্য করে ওই চার রুশ কূটনীতিককে বহিষ্কার করে লিথুনিয়া ।
অন্যদিকে রুশ দূতাবাসের ৩ কর্মকর্তাকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের দেশ ত্যাগের নির্দেশনা দেয় এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসব কর্মকর্তা ইউক্রেনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং রাশিয়ায় আগ্রসনে সমর্থন করেছে বলে অভিযোগ তোলা হয় এক বিবৃতিতে।