মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বে করোনায় আরও ৪ হাজার মৃত্যু, শনাক্ত সাড়ে ১৪ লাখ

বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২
বিশ্বে করোনায় আরও ৪ হাজার মৃত্যু, শনাক্ত সাড়ে ১৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৬৬ হাজার ৪১৬ জনের।

এ ছাড়া নতুন করে আরও ১৪ লাখ ৪১ হাজার ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ১৩৭ জন।

শুক্রবার (১ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ৩৭৫ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৪২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৪৯৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৩০৩ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৭৭ জন এবং মারা গেছেন ৩৪৫ জন। ব্রাজিলে মারা গেছেন ২৯০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৬১ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৫২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন এবং মারা গেছেন ৫৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ১৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩২ জন এবং মারা গেছেন ৮৯ জন।

এ ছাড়া ফ্রান্সে ১৩৯ জন, জাপানে ৯৭ জন, যুক্তরাজ্যে ১৯২ জন, হংকংয়ে ১১৯ জন, ইরানে ৪৬ জন, মালয়েশিয়ায় ৪৪ জন, ফিলিপাইনে ১২৪ জন, চিলিতে ১১৩ জন, মেক্সিকোতে ১০৩ জন এবং থাইল্যান্ডে ৮৫ জন মারা গেছেন।

আগের দিন বৃহস্পতিবার (৩১ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ৪ হাজার ১৫৬ জনের মৃত্যু এবং ১৫ লাখ ৭০ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল