সময় জার্নাল প্রতিবেদক: শিল্পের চিত্র আয়োজিত মহান বিজয় দিবসে ৫০ বছর উ পলক্ষ্যে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী ২০২২-এর পুরষ্কার বিতরণ করা হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার আঁকা ছবি নিয়ে (১ এপ্রিল) শুক্রবার বিকেল ৪.৩০ এ বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালার ৬ নং গ্যালারিতে প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান মৃধা বেনু। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আই ডাব্লিউ এস বাংলাদেশ এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও ফোকাস বাংলাদেশের পরিচালক চিত্রশিল্পী মোঃ কাওসার হোসেন, রিক্তা এন্টারপ্রাইজের পরিচালক সানোয়ার হোসেন, কবি ও সাহিত্যিক মিজাহারুল ইসলাম, চিত্রশিল্পী ও লেখক গোলাম মোহাম্মদ জোয়ারদার ও কবি ও সম্পাদক সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান মৃধা বেনু তার মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করে বলেন, শিল্পচর্চায় উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজন প্রতিযোগিতার। এ প্রতিযোগিতায় সারাদেশে থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করছে আবার তাদের জন্য পুরষ্কারের ব্যবস্থা করা হয়েছে। এতে আমিও উদ্বুদ্ধ হয়েছি।
উল্লেখ্য এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চিত্র শিল্পী প্রীতি দেব ও চিত্র শিল্পী বিলাস দাস প্রেম এর প্রচেষ্টায় বিগত ৩ বছর থেকে এই প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে প্রতিযোগিতার আয়োজন করে আসছে। শিশুকিশোররা যাতে করে সারাদেশের মানুষের কাছে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে তারই প্রচেষ্টায়।
এমআই