সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা: অবসরে গেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান।
বৃহস্পতিবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিধি অনুযায়ী সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি বিষয়ে স্নাতক (সম্মান) পাশ করেন মো. শহিদুজ্জামান এবং ২০০৫ সালে এশিয়ান ইউনিভার্সিটি হতে এম.এস.এস ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে তিনি সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ মো. শহিদুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব গ্রহণ করেন। পরে ভারপ্রাপ্ত সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সচিবের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে অবসরে যান তিনি।
মো. শহিদুজ্জামান ১৯৬২ সালে কুষ্টিয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. শওকত আলী ও মাতা মিসেস রিজিয়া খাতুন। তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।
সময় জার্নাল আরইউ