সময় জার্নাল ডেস্ক :
এক নতুন ইতিহাসের স্বাক্ষী হল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিষ্ঠার ৫৬ বছর পর রোববার (১০ এপ্রিল) প্রথম ইমার্জেন্সি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে। বাচ্চা ও প্রসূতি সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কামরুল হাসান সোহেল। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। পাঠকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হলো।
আজ এক নতুন ইতিহাসের স্বাক্ষী হল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।একটি ঐতিহাসিক মাইলফলক। আজকের দিনটি বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। প্রতিষ্ঠার ৫৬ বছর পর আজ প্রথম ইমার্জেন্সি সিজারিয়ান অপারেশন হলো বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাচ্চা ও প্রসূতি সবাই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ।
কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্ত স্যারের নির্দেশনা এবং আমার তত্ত্বাবধানে গত ০৬ ডিসেম্বর, ২০২১ইং থেকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ প্রথম সিজারিয়ান অপারেশন করলেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. শাহনাজ বেগম, এনেসথেসিয়া দেন জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া ডা. জুলকারনাইন, এসিস্ট করেন ডা. নাওয়াল মুশফিয়াহ (বিদিতা)।ডা. ইউসুফ রানা বাচ্চাকে দেখে দেন। ওটি ইনচার্জ এসএসএন হাসনা হেনা ও এসএসএন কুলসুম ওটির সার্বিক কাজে সহায়তা করেন। ধন্যবাদ জানাই জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. মাহবুব ইবনে মোমেন খান (জনি) সহ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের যাদের সবার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অসংখ্য ধন্যবাদ ডা শাহনাজ বেগম,জুনিয়র কনসালটেন্ট গাইনী এন্ড অবস,বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডা জুলকারনাইন মজুমদার জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া, ডা নাওয়াল মুসফিয়া বিদিতা এসএসএন হেনা এসএসএন কুলসুম সহ টিম গাইনী এন্ড অবস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরুড়া কে।
ধন্যবাদ জানাই বরুড়া ডক্টরস ফোরামের সম্মানিত চিকিৎসকদের যারা আমাদেরকে ডায়াথারমি মেশিন দিয়ে সহযোগিতা করেছেন।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় এমপি নাসিমুল আলম চৌধুরী মহোদয়কে যার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সময় জার্নাল/ইএইচ