আর হবেনা ভুল
- শেখ ফাহমিদা নাজনীন
বাড়ির ভেতর সবচে ছোট মিষ্টি কচি মুখ,
হাসলে যেন চাঁদের আলো উছলে পড়ে সুখ।
ছোট্ট মেয়ে চুল দুলিয়ে শুধায় মাকে এসে,
বলতো মা, কি মজা হয় রোজার দিনের শেষে?
মা হেসে কন, ওরে পরাণ, জানিসনে তুই তা কি?
সারাদিনের উপোষী প্রাণ ইফতারিতেই নেকি।
প্রভুর তরে, রোজার পরে হালাল রুজি দিয়ে,
ইফতারিতে শান্তি মেলে, অশেষ নেকি নিয়ে।
তাইতো বলি, পাখিরে তুই রোজার নিয়ত কর,
যেটুক বেলা থাকতে পারিস, সেই চেষ্টায় ধর।
আচ্ছা, না হয় এই বছরে একটা রোজায় হোক,
আর দু'টো দিন আধবেলা যাক রোজা রাখার ঝোঁক।
দেখবি তখন, আসছে বছর তিরিশখানা রোজা,
অসাধ্য নয়, এক্কেবারে করবি পুরণ সোজা।
রবের মায়া, প্রশান্তিতে ভরবে জীবন তোর,
সারাবছর থাকবে সাহস, আসবে মনে জোর।
ছোট্ট খুকি, দুই বিনুনি ঝাঁকিয়ে কথার ছলে,
মাকে শুধায়, রমজানে কেউ মিথ্যা যদি বলে?
মায়ের তখন, চক্ষুদুটি বিষ্ফোরিত যেন,
বলল, ত্রাসে, কি সর্বনাশ! এসব কথা কেন?
মিথ্যা সেতো পাপের আকর, ধ্বংস হবার পথ,
সত্য ছাড়া, বিশুদ্ধতায় বয় না জীবন রথ।
মিথ্যা কথা বলবি যদি, সবাই যাবে সরে,
সবাই তোকে বাঁধবে ঘৃণায়, ফেলবে ছু্ঁড়ে দূরে।
সিয়াম এলে খোদার মায়া ঝুরঝুরিয়ে ঝরে,
লানত শুধু আছড়ে পড়ে মিথ্যাবাদীর পরে।
রমজানে তুই প্রতিজ্ঞা কর, সত্যপথে চলে,
মহান জীবন করবি গঠন সত্য কথা বলে।
খুকি তখন মুচকি হেসে বলল মাকে, শোনো,
এই যে আমি নিত্য খেলি, কাজ করিনা কোনো।
কত্ত তুমি কষ্ট কর, সারাটাদিন ঘরে,
ঘরদোর আমি নষ্ট করি, সব বেসামাল করে।
ভাবছি, এবার রোজার মাসে বদলে যাবো এত,
সদাই তোমার সহায় হবো, মিষ্টি মেয়ের মতো।
টিফিন নিয়ে অযথা রোজ বায়না করা শেষ,
ঝগড়া করার মোটেও আর রইবেনা গো রেশ।
পড়ার সময় পড়া মাগো, খেলার সময় খেলা,
পাঁচবেলা রোজ সালাত আদায়, ন্যায়ের পথে চলা।
এই সিয়ামে বলছি, দেখো, আর হবেনা ভুল,
বিশ্ব খুঁজে মিলবেনা আর তোমার মেয়ের তুল।
মায়ের মনে, কৃতজ্ঞতায় শান্তি পরশ ছোটে,
খুকির তরে, প্রভুর দ্বোরে, দোয়ায় দু'হাত ওঠে।
হে রহমান, এমন জীবন বিলাও তুমি তারে,
তোমার প্রেমের পবিত্রতায় উঠুক জীবন ভরে।
কবুল কর, সব শিশুদের সরল, কোমল মন,
ওদের চলায় মুখর হবে, ফিরদাউসের বন।
শেখ ফাহমিদা নাজনীন
১৪ মার্চ ২০২২।