ক্রীড়া প্রতিবেদক:
বিশ্বকাপ আরচ্যারি স্টেজ ওয়ানে খেলতে আগামীকাল (শনিবার) তুরস্কে যাচ্ছেন আরচ্যাররা। ১৭-২৪ এপ্রিল আন্দালিয়ায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আটজন আরচ্যারসহ ১২ জনের দল যাচ্ছে।
থাইল্যান্ডের ফুকেটে নিজের রিকার্ভ একক ইভেন্টে খুব একটা ভাল করতে পারেননি দেশ সেরা আরচ্যার রোমান সানা। এবার তার মনযোগ নিজের ইভেন্টে ‘থাইল্যান্ডের ফুকেটে ভাল খেলতে পারিনি। এবার সেটা পুষিয়ে নিতে চাই। লক্ষ্যে তির ছুঁড়তে পারলে সবই সম্ভব।’
রিকার্ভ এবং কম্পাউন্ড এই দুই ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। রিকার্ভে ছেলে ও মেয়ে আরচাররা অংশ নিলেও কম্পাউন্ডে শুধু ছেলেরাই খেলবেন।
তুরস্কগামী দলের সদস্যরা হলেন- রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম, দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ আশিকুজ্জামান। খেলা শেষে ২৫ এপ্রিল দেশে ফিরবে আরচার দল।
এমআই