বিশিষ্ট এনেস্থেসিওলজিস্ট ডা. নূর-এ-আলম পাটোয়ারী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
জীবদ্দশায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের এনেস্থিসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার ও গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডির বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন ডা. নূর-এ-আলম পাটোয়ারী। পরবর্তীতে ফুসফুসের সংক্রমণের জটিলতায় পুণরায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর স্ত্রীও কোভিড রোগে আক্রান্ত। তিনি তিন মেয়ের জনক। তাঁর দুই মেয়ে চিকিৎসক এবং একজন প্রকৌশলী।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান দুইটি হাসপাতালের পাশাপাশি ২০১১ সাল থেকে গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত ভ্রাম্যমান বিশেষজ্ঞ মেডিকেল টিমের সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গলাচিপা, বরগুনা, সোনাগাজি, গাইবান্ধা, সিলেট ও সুনামগঞ্জে নিয়মিত সেবাদান করে গেছেন ডা. নূর-এ-আলম পাটোয়ারী।
তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার।