মো: ইমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
ডাকাতিয়া নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এবং কৃষি জমি থেকে মাটি কাটার সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রোববার বিকেলে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা ও একটি ড্রেজার বিনষ্ট করেছে। এ ঘটনায় মোবাইল কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল।
জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন স্থাপনায় বিক্রি করছে। অপর চক্রটিও ডাকাতিয়া নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ী কামাল উদ্দিনকে ১ লক্ষ টাকা জরিমানা ও একটি ড্রেজার মেশিন বিনষ্ট করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, ফসলি জমি রক্ষার্থে মাটি কাটা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমআই