শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ঈদে আত্মীয়ের কাছে স্বর্ণালঙ্কার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের

সোমবার, এপ্রিল ১৮, ২০২২
ঈদে আত্মীয়ের কাছে স্বর্ণালঙ্কার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদকল:

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি যাওয়ার সময় অঘটন এড়াতে স্বর্ণালঙ্কার আত্মীয়-স্বজনের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সোমবার (১৮ এপ্রিল) সকালে ডিএমপি হেড কোয়ার্টার্সে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

মোহা. শফিকুল ইসলাম বলেন, ঈদের সময় প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। তাতে তাদের বাসা-বাড়ি ফাঁকা থাকে। এ সময় যেন কোনো ধরনের অঘটন না ঘটে, এজন্য বাসাবাড়ির নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রয়োজনে ঢাকা ত্যাগ করা নগরবাসীকে মূল্যবান স্বর্ণালঙ্কার আত্মীয়-স্বজনের কাছে রেখে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল