নিজস্ব প্রতিনিধি: বনানী এলাকায় এক দম্পতিকে ইভটিজিং করার অভিযোগে পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ওই দুই পুলিশ সদস্য গুলশান ডিসি অফিসে কর্মরত বলে জানাগেছে।
বনানী থানা পুলিশ জানায়, আজ ইফতারের পর স্থানীয় শেরাটন হোটেলের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দুই পুলিশ সদস্য ওই দম্পতিকে উদ্দেশ্য করে কটুক্তি করেন। ঘটনাস্থলেই ওই দম্পতি প্রতিবাদ করেন। তারা ফেসবুক লাইভ করে ঘটনাটি অন্যদের জানানোর চেষ্টা করেন। সেখানে আশপাশের লোকজনও জড়ো হয়।
পরে অতিরিক্ত পুলিশ এসে পুলিশের গুলশান জোনের ডিসি’র কার্যালয়ে তাদের নিয়ে যাওয়া হয়। ঘটনা শুনে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন কর্মকর্তারা।
সময় জার্নাল/এলআর