এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
চরভদ্রাসন উপজেলায় ইসহাক মিয়াকে আহ্বায়ক করে উপজেলা আওয়ামী লীগের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক আব্দুস সাত্তার মাস্টার, আহসানুল হক মামুন, মোশারফ হোসেন ফকির ও বেলায়েত হোসেন রুবেল।
অপরদিকে সদরপুর উপজেলায় ফকির এ ছাত্তারকে আহবায়ক করে উপজেলা আওয়ামী লীগের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক গাজী মো. করিম, আবু আলম রেজা, শায়েদিদ গামাল লিপু ও রুহুল মোরসালিন রিপন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা চাই সম্মেলনের আগেই উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামোর শক্ত অবস্থান তৈরি করতে।
এমআই