শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আল-আকসার মুসল্লিদের ওপর ফের ইসরায়েলি পুলিশের হামলা

শুক্রবার, এপ্রিল ২২, ২০২২
আল-আকসার মুসল্লিদের ওপর ফের ইসরায়েলি পুলিশের হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

পবিত্র আল-আকসা মসজিদে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত ৩১ মুসল্লি আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২২ এপ্রিল) ফজরের নামাজের পর এ হামলা চালানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, পুলিশ মসজিদের কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে প্রায় ২ শতাধিক মুসল্লির ওপর রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এ সময় ফিলিস্তিনিরা তাদের দিকে পাথর ছুড়ে।

তবে ইসরায়েলি পুলিশ দাবি, বহু ফিলিস্তিনি পাথর ও আতশবাজি নিয়ে ইহুদিদের প্রার্থণাস্থল ওয়েস্টার্ন ওয়ালের কাছাকাছি যাচ্ছিল। তাদের ঠেকাতেই পুলিশ হামলা চালায়।

উল্লেখ্য, গত শুক্রবারও একই সময়ে আল-আকসা মসজিদে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এর দুদিন পর ফের মসজিদের ভেতরে হামলা চালানো হয়। সূত্র : রয়টার্স, আলজাজিরা

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল