আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ঘোষণা করেছেন, তিনি আজ বুধবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। তিনি সম্ভবত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।
বিলাওয়াল মঙ্গলবার পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাশেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ গ্রহণের সময় বিলাওয়াল সেখানে উপস্থিত ছিলেন। তবে শপথ গ্রহণ করেননি। তবে তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব আশ্বাস দিয়েছিলেন যে বিলাওয়াল পরে শপথ গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে বিলাওয়াল আরো জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 'বিদেশী ষড়যন্ত্র' বক্তব্য আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের ইমেজ ক্ষতিগ্রস্ত করছে।
বিলাওয়াল বলেন, পিটিআই চেয়ারম্যানের 'ষড়যন্ত্র' অব্যাহত থাকবে। কারণ তিনি তার টার্গেট বদল করে এখন বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশনকে করেছেন।
তিনি বলেন, ইমরান খান সংবিধান লঙ্ঘন করে এটিকে 'কাগজের একটি টুকরা' মনে করেন।
সময় জার্নাল/এলআর