নিজস্ব প্রতিনিধি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুদিনের সফর শেষে শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।
আজ সকাল সাড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে বিদায় জানান পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন। এসময় বিমানবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার উপস্থিত ছিলেন।
জুনের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় আসেন তিনি। বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সময় জার্নাল/এলআর