ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওএইচসিএইচআর।
সোমবার (৩ এপ্রিল) পর্যন্ত ৩ হাজার ১৫৩ বেসামরিক নাগরিকের মৃত্যু রেকর্ড করেছে সংস্থাটি। তাদের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি। অবরুদ্ধ থাকায় মারিওপোলসহ কয়েকটি এলাকার হতাহতের সংখ্যা জানতে পারেনি তারা।
জাতিসংঘের ধারণা, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন বিস্ফোরক অস্ত্রের আঘাতে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। তবে এসব হতাহতের জন্য কারা দায়ী তা প্রতিবেদনে উল্লেখ করেনি ওএইচসিএইচআর।
সময় জার্নাল/ইএইচ