নিজস্ব প্রতিবেদক :
আগামী জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে মধ্যাহ্ন ভোজের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দীর্ঘ ৩৩ মাস পর নিজ এলাকায় এসেছেন।
বৃহস্পতিবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে পৌঁছালে তাকে একনজর দেখতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে। তার আগমন কেন্দ্র করে গত কয়েক দিন ধরে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছিল।
ঢাকা থেকে নিজ এলাকায় আসতেই বেলা পৌনে ১১টার দিকে প্রথমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জের বড় রাজাপুর নিজ গ্রামের বাড়িতে পৌঁছান তিনি। এ সময় সড়কের দুপাশে হাজার নেতাকর্মীরা তাকে অভিবাদন জানায়।
নিজ গ্রামে পৌঁছে প্রথমে বাবা-মার কবর জিয়ারতের পর দুপুর ২টা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেতুমন্ত্রী। এরপর ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আয়োজনে নিজ বাড়ির সামনে বীর মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সময় জার্নাল/ইএইচ