আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার রাজধানী কলম্বোতে সংসদ ভবনের বাইরে সরকার-বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল-কামান ব্যবহার করছে।
দেশের অর্থনৈতিক সঙ্কটে সরকারের পদত্যাগ দাবি করে প্রায় ৫,০০০ প্রতিবাদকারী সংসদ ভবনের সামনে জড়ো হয়েছিলেন।
শহরের অন্যত্র হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। এছাড়া, এই বিক্ষোভের অংশ হিসেবে সারা দেশে এক দিনব্যাপী হরতাল পালিত হচ্ছে।
কলম্বো থেকে বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, হরতালের সময় দোকানপাট বন্ধ রয়েছে এবং লোকজন সরকারের বিরুদ্ধে কালো পতাকা দেখাচ্ছে।
দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য এরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্সে এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সের পদত্যাগ দাবি করছেন। রাজাপাক্সে পরিবার বেশ কয়েক বছর ধরে এই দ্বীপ রাষ্ট্রটি শাসন করছে এবং তারা পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছে।
সময় জার্নাল/এলআর