বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

মাথাপিছু আয় ২৮২৪ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫%

মঙ্গলবার, মে ১০, ২০২২
মাথাপিছু আয় ২৮২৪ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫%

সময় জার্নাল ডেস্ক :

দেশের মানুষের জাতীয় মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। চলতি ২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় এক বছরের ব্যবধানে ২৩৪ ডলার বেড়েছে।

গত অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। সেটি বেড়ে এখন ২ হাজার ৮২৪ ডলার হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭ দশমিক ২৫ শতাংশে। ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। করোনা পরিস্থিতিতেও জিডিপির প্রবৃদ্ধির হার অনেক ভালো। মার্চ পর্যন্ত প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ হলে, জুনশেষে সেটি বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত হতে পারে। আগামী সেপ্টেম্বর নাগাদ জিডিপির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে বলে তিনি জানান। 

বছরশেষে মোট জিডিপির আকার বেড়ে দাঁড়াবে ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরের জিডিপির আকার ছিল ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার। আর সার্বিক বিবেচনায় কৃষিখাতে ২ দশমিক ২০ শতাংশ, শিল্পখাতে ১০ দশমিক ৪৪ শতাংশ এবং সেবাখাতে ৬ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে সরকার।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল